প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
মধ্যরাতে ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এমন বৃষ্টি ও ঝড়ো বাতাস। শনিবার (২৩ মার্চ) রাত সোয়া দুইটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। ঝড়ের কারণে কোথাও গাছপাল ভেঙে পড়েছে কি না তা জানা যায়নি।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া দফতর ঢাকাসহ সাত বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তথ্য জানিয়ে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমন অবস্থায় শনিবার রাত থেকে রোববার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।