প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:১১ অপরাহ্ন
আসছে জুনেই অনুষ্ঠিত হতে চলেছে ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪। এ টুর্নামেন্টকে সামনে রেখে কদিন আগেই অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বিশ্বকাপজয়ী টনি ক্রুজ। আর জাতীয় দলের হয়ে আবার মাঠে নেমে ম্যাচ শুরুর ৭ সেকেন্ডের মাঝেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে জার্মানির গতকালের ম্যাচে খেলা শুরুর ৭ সেকেন্ডের মধ্যেই গোলের দেখা পেয়েছে জার্মানি। আর জার্মানদের লিড এনে দেয়া গোলটি করতে সহায়তা করেছেন ক্রুজ নিজেই। তাঁর বাড়িয়ে দেয়া বলেই ২৫ গজ দূরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন ফ্লোরিয়ান ভার্টজ।
ফ্রান্সের ঘরের মাঠে খেলতে নেমে কাল বেশ দাপুটে ফুটবলই খেলেছে জার্মানি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে গিয়েছে জুলিয়ান নাগলসম্যানের দল। ম্যাচ শুরুর ৭ সেকেন্ডেই প্রথম গোলের পর ম্যাচের ৪৯ মিনিটে আরও এক গোলের দেখা পায় জার্মানি।
জার্মানদের হয়ে দ্বিতীয় গোলটি কাল করেছেন কাই হ্যাভার্টজ। এদিকে ঘরের মাঠে কাল ম্যাচে কিছুটা পিছিয়েই ছিল ফ্রান্স, ৪২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল কেবল ২টি।
এদিকে কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকে এখনো পর্যন্ত ১১টি ম্যাচ খেলে কেবল দুইটি ম্যাচ হেরেছে এমবাপেরা। এ দুইটি ম্যাচই জার্মানির বিপক্ষে। এর আগে গত সেপ্টেম্বরেও জার্মানদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ফ্রান্স।
এদিকে নিজের ফেরার ম্যাচেই ৭ সেকেন্ডের মাঝেই গোলে সহায়তা করা নিয়ে ক্রুজ বলেন, ’ম্যাচের আগে আমরা এটা অনুশীলন করেছি। আসলে এভাবে গোল করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল।’ উল্লেখ্য, জার্মানির ইতিহাসে সবথেকে দ্রুততম গোল এটিই।