বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর   
রাজাপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ভান্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাটাখালি এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

কানুদাসকাঠি-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। ঐ স্কুল শিক্ষকের নাম মো. মেহেদী হাসান। সে উপজেলার কাটাখালি এলাকার মৃত আলম সিকদারের ছেলে ও কানুদাসকাঠি- নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক শুভঙ্কর চন্দ্র দাস, মো. আবু সালেক, স্থানীয় মো. ইব্রাহিম, মো. ফিরোজ সিকদার, মো. দুলাল কাজী, স্কুল শিক্ষার্থী তানিয়া হাসান ফারিন, ফারিয়া প্রমূখ।

মানববন্ধন শেষে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। পরে স্কুল শিক্ষক এসে অবরোধ তুলে দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যায়।

বক্তারা বলেন, স্থানীয় শাহ-আলম জমাদ্দারের দুই ছেলে অনিক জমাদ্দার ও লিয়ন জমাদ্দার এলাকায় চিহ্নিত মাদক কারবারি। এলাকায় সকল অপকর্মের সাথে তারা জড়িত রয়েছে। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস করে না। পুলিশকে কুপিয়ে আহত করার মামলায় অনিকও আসামি রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাটাখালি বাজারে বসে শিক্ষক মেহেদী হাসানকে অনর্থক মারধর করে। বক্তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার দাবী করেন। 

অভিযুক্ত মো. অনিক জমাদ্দার জানায়, মেহেদী হাসানের এক ছোট ভাই মাহফিলে এসে প্রথমে তার মুখে ঢিল ছুরে মারলে তাকে ধরে মারধর করি। পরে মেহেদী হাসান দলবল নিয়ে আসলে কয়েকটা চরথাপর দেই।ওদের সাথে আমার ব্যক্তিগত কোন ঝামেলা নেই। কিন্তু অন্যের পক্ষ হয়ে ওরা আমার সাথে ঝামেলা করতে আসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft