বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কাপাসিয়ায় র‍্যালী
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন

"স্মার্ট হবে স্থানীয় সরকার' নিশ্চিত করবে সেবার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায়  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে শুরু হয়ে একটি র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা, ইউপি চেয়ারম্যান আইবুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ খাঁন প্রমুখ।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। 

পরে বেলা বারোটায় উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া, উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর রহমান,সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,প্রানী সম্পদ কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জামি, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বক্তব্য,আইন-শৃঙ্খলা,  কমিউনিটি ক্লিনিকে চুরি কিশোর জ্ঞাং, শিশু অপহরণ,বাল্যবিবাহ প্রতিরোধ ও রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।  

এছাড়া দুপুর ১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী'র বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ-সময় উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ ফুলের শুভেচ্ছা জানান।বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী পদোন্নতি পেয়ে  নতুন কর্মস্থল ফরিদপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার এগারো ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft