বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বউ শ্বাশুড়ির সম্পর্ক মধুর রাখবেন যেভাবে
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

বউ-শ্বাশুড়ির মধ্যে অধিকাংশ সময় বাড়িতে ঝগড়া-অশান্তি লেগে থাকে। এর কারণ হলো একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান না থাকা। 

তাহলে জেনে নেয়া যাক শ্বাশুড়ি-বউ সম্পর্ক ভালো রাখার কিছু উপায়-

কর্মক্ষেত্র নিয়ে শাশুড়ির সঙ্গে মতবিরোধ করা যাবে না। শাশুড়ি আপনার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা না-ও থাকতে পারে। তাই বলে মতবিরোধ করাটা ঠিক হবে না।

শাশুড়ির কথা অবজ্ঞা না করে, বরং কয়েক দিন আপনার কাজ, কর্মক্ষেত্র নিয়ে গল্প করুন শাশুড়ির সঙ্গে। বাইরের জগৎ সম্পর্কে শাশুড়ির ধারণা তৈরি করুন। দেখবেন সমস্যা অনেকটাই কমেছে।

বয়স্ক মানুষ অল্পতেই রেগে যান, আবার অল্পতেই রাগ কমে যায়। এমনটা আপনার বাবা-মায়ের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই। তাই শাশুড়ি কোনো কাজ করলে সমালোচনা না করা বরং তার প্রশংসা করা। এতে শাশুড়ি উৎসাহিত হবেন। শাশুড়ির সাথে বেশি বেশি গল্প করা। একে অপরের সঙ্গে কথাবার্তা বাড়লেই তো সম্পর্কের ভিত মজবুত হবে।

শাশুড়ির কোনো কথায় আঘাত পেলে রাগ মনে পুষে রাখা যাবে না। কথায় কথায় শাশুড়িকে বুঝিয়ে দিতে হবে, আপনি তার কথায় কষ্ট পেয়েছেন। তবে ঝগড়া-অশান্তির ছলে নয়, শান্তভাবে আপনার সমস্যার কথা তাকে জানান। আপনার কোনো কথা তার খারাপ লাগলে তাকেও জানাতে বলুন। এভাবেই সম্পর্কের তিক্ততা নিয়ন্ত্রণ করা যাবে।

স্বামীকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতা না করা এমনটা বোকামি। বরের সামনে শাশুড়ির থেকে সব দিকেই ভালো এমনটা দেখানোর প্রয়োজন নেই। শাশুড়িরা বয়সে বড়, অভিজ্ঞতাও বেশি। তাই সংসার সামলাতে আপনার থেকে বেশি দক্ষ। শাশুড়ির প্রতি সম্মান শ্বশুরবাড়িতে আপনার জায়গা অনেক বেশি পোক্ত করবে।

শাশুড়ির পছন্দের বিষয়গুলো বেশি করে খেয়াল রাখতে হবে। শাশুড়ির পছন্দের রান্না, অসুস্থতায় যত্ন করা, আপনার এই ছোট ছোট প্রয়াসগুলোই তার মনে জায়গা করে নেবে। দীর্ঘ দিন সংসারের টানাপড়েনের জেরে অনেকেই খিটখিটে হয়ে যান, কিন্তু তার কথাও কেউ ভাবছে দেখলে তিনি খুশিই হবেন। সবাই মিলে গল্প করুন, সময় দিন শাশুড়িকে। ছেলেকেও বলুন মায়ের সঙ্গে সময় কাটাতে। মা-ছেলের সম্পর্কের মধ্যে না পড়াই ভালো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft