প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন
শেরপুরে অবৈধ ২ ইট ভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোয় ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
শ্রীবরদীর ইন্দিলপুরে ৫শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা ও বন্ধ করে ফায়ার সার্ভিসের সদস্যগণ ইটভাটার আগুন নিভিয়ে দেয়। সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ড লাইসেনস বিহীন পরিচালনা ও কাঠ পুড়ানোয় ২ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধের নির্দেশনা দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুমের নির্দেশে অভিযান পরিচালনায়, ২ইটভাটায় জরিমানা ও বন্ধের নির্দেশনা দেন এবং এধরনের অভিযান চলমান থাকবে বলে জানান।