প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও রৌমারী উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্টেন ও প্রাইভেট বিদ্যালয়গুলো খোলা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে সরেজমিন কয়েকটি কিন্ডার গার্ডেন ও প্রাইভেট বিদ্যালয় ঘুরে দেখা গেছে, রৌমারী উপজেলা শহরে অবস্থিত সাদেক হোসেন মেমোরিয়াল হাইস্কুল, মর্নিংসান কিন্ডার গার্টেন, আল-ফালাহ মডেল স্কুল, আর্কিডিয়ান কলেজ খোলা রয়েছে।
সাদেক হোসেন মেমোরিয়াল হাইস্কুলের পরিচালক মোবাশেরুল হক বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন চলে না। আমরা খোলা রাখবো কি না, রাখবো সে বিষয় আমাদের অন্য কোন কর্মকর্তাদের নয়।
তিনি আরও বলেন, শীতে তাপমাত্রা স্মার্ট ফোনে দেখেছি এখন ১৯ ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা প্রতিষ্ঠান বন্ধ করবো না বলে জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) নুর মোহাম্মদ বলেন, বিদ্যালয় বন্ধের জন্য সরকারি ও প্রাথমিক এবং কিন্ডার গার্টেনের সকল প্রধান শিক্ষক এবং পরিচালককে চিঠি দিয়েছি। এতে অনেক প্রতিষ্ঠানের প্রধান বিদ্যালয় খোলা রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও জানাগেছে যে কিন্ডার গার্টেন ও প্রাইভেট বিদ্যালয়গুলো বন্ধ রাখেননি। এসব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।