বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
৫-০ গোলের বিশাল জয় পেলো আর্সেনাল
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন

টানা হারের পর জয়ের মুখ দেখলো ইংলিশ ক্লাব আর্সেনাল। গতকাল শনিবার রাতে প্রিমিয়ার লিগের খেলায় ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে আর্সেনাল। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি।

এ জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে আর্সেনাল।

ম্যাচের মাত্র ১১ মিনিটে কর্নার থেকে আসা বলে গাব্রিয়েলের দুর্দান্ত হেডে প্রথম গোল পায় আর্সেনাল। এরপর ৩৭তম মিনিটে ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় মিকের আরতেতার দল।

বিরতি থেকে এসে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন লিন্দো ট্রসার্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল করে নি আর্সেনাল। অতিরিক্ত সময়ে দুই মিনিটের মধ্যে দুইবার ক্রিস্টাল প্যালেসের জাল কাঁপান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০ তে।

দুর্দান্ত জয়ে অ্যাস্টন ভিলাকে নিচে ফেলে টেবিলের তিনে উঠে গেছে আর্সেনাল। যদি ভিলার সমান ৪৩ পয়েন্ট আর্সেনালের, তবে গোল এগিয়ে থেকে উপরে উঠে গেছে গানাররা।

টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৪৩। কিন্তু তারা আর্সেনাল থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলেও এগিয়ে আছে। ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft