প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাস স্ট্যান্ডের পাশে গড়ে ওঠা অবৈধ ১৫টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২১ জানুয়ারি ) দুপুরে উপজেলার ঘিওর বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্র জানায়, ঘিওর বাজারের ভেতরে চলাচলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ১৫ ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর যানজটের দৃষ্টি হয়। পথচারীদের হাঁটাচলায়ও বিঘ্ন ঘটে। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।