বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর   
হৃতিকের ‘ফাইটার’ এর সমালোচনায় পাকিস্তানি তারকারা
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘ফাইটার’ ছবিটি। এতে মুখ্য চরিত্রে রয়েছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।

ট্রেলার প্রকাশ্যে আসার পরই সেটার বিরোধিতা করেছেন একাধিক পাকিস্তানি তারকা। 

এই ছবির সমালোচনা করে হানিয়া আমির লিখেছেন, ‌‘আজকাল এই সময় দাঁড়িয়েও এখনও কিছু শিল্পী আছেন যাঁরা মানুষকে দুই দেশের মধ্যে সমস্যাকে তুলে ধরে নেতিবাচক বার্তা দিতে চাইছেন। যেসব শিল্পীরা দুই দেশের এই দূরত্বকে নিজের শিল্প দিয়ে বাড়াচ্ছেন তাঁদের জন্য খারাপ লাগে। অস্বস্তিকর, শিল্পকে বাঁচতে দিন।’

হানিয়ার এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ। চিন্তিত মুখের একটি ইমোজি দিয়ে তিনি তাঁর টুইটে লেখেন, ‘ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক একটি ছবিতে তিনি কাজ করেছিলেন না? পাকিস্তানি তারকারা তাঁদের দেশের কোনও ছবিতে ভারতীয়দের বিরুদ্ধে কোনও ভাবনা আছে এমন ছবিতে কাজ করলে যদি আমাদের অসুবিধা না থাকে, তাহলে তাঁরা আমাদের নিয়ে এত ভাবেন কেন?’

প্রসঙ্গত, ফাইটার ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা। তাঁদের সঙ্গে রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft