প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জের কাশিয়ানীতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।
আগুনে সাত মাসের শিশু ভাতিজা আব্দুর রহিম মারা গেছে। অগ্নিদগ্ধ শিশুর মাকে (২৮) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মো. মোরাদ মোল্যা জানান, তার আপন ভাই হোসাইন মোল্যা তার স্ত্রী ও শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শিশুপুত্র পুড়ে মারা যায় এবং স্ত্রী গুরুতর আহত হয়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পারিবারিক দ্বন্দ্বের নেপথ্যে ও ঘটতে পারে বলে জানান তিনি।