প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ২:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব সহকারে বাংলাদেশের নির্বাচনের খবর প্রকাশ করছে। আল জাজিরা, রয়টার্স, এএফপি, সিনহুয়া, সিএনএন, এনডিটিভি, আরব নিউজসহ বিশ্বের গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করেছে। অনেক সংবাদমাধ্যম লাইভ রিপোর্ট প্রকাশ কররছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচনের লাইভ রিপোর্ট প্রকাশ করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে প্রধান বিরোধী দলের বয়কটের মধ্যেও অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ভোটগ্রহণ। বিরোধীদলগুলোর ভোটবর্জন, নিরপেক্ষ প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন 'প্রধান বিরোধী দল ছাড়াই বাংলাদেশে ভোটগ্রহণ হচ্ছে' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, টাকা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত শেখ হাসিনা।
সিএনএন জানিয়েছে, প্রায় ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ এই বছর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে। প্রায় ১২০ মিলিয়ন মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধিত।