বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মির্জাগঞ্জে বি‌জি‌বি'র তৎপরতায় ভোটার‌দের আস্থা বেড়েছে
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বি‌জিবির সদস্যরা টহল অব্যহত রয়েছে। এই অব্যহত টহলে ধী‌রে ধী‌রে নির্বাচনী প‌রি‌বেশ ভালো হবে বলে ভোটারা আশা ব্যক্ত করেন। নির্বাচন পরবর্তী পর্যন্ত মাঠে থাকবেন তারা। 

উপজেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। এরই মধ্যে দিয়ে এখন বইছে নির্বাচনী আমেজ। দুপুর দুইটা থেকে শুরু মাইকিং ও মিছিল মিটিং। আ‌গের মত তিনজন ক‌রে মোটরসাই‌কে‌লে মহড়া দেখা যা‌চ্ছেনা শহরে। মোড়ে মো‌ড়ে আড্ডাবাজ‌দের দৌরাত্মও ক‌মে গে‌ছে। অ‌নেক ভোটাররাই এখন ৭জানুয়ারীর ভো‌টের প‌রি‌বেশ নি‌য়ে নতুন ক‌রে আশার আ‌লো দেখ‌ছেন।

এ‌দি‌কে ক্যাম্প সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলায় গত মঙ্গলবার বিকেল থেকে এক প্লাটুন বি‌জি‌বি সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত টহল দি‌চ্ছেন। ম্যাজি‌ষ্ট্রেটসহ বি‌জি‌বির টহল উপজেলা শহর থে‌কে প্রত্যন্ত গ্রা‌মেও চল‌ছে। সা‌র্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে পু‌লিশ, র‍্যাবের পাশাপা‌শি বি‌জিবির সদস্যরা টহল তৎপরতা চালা‌চ্ছেন। উপ‌জেলায় টহল কার্যক্রম তৎপরতা প‌রিচালনা ক‌রে যা‌চ্ছেন বি‌জি‌বির সদস্যরা।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, উপজেলায় বি‌জি‌বির টহল তৎপরতায় ক‌মে গে‌ছে অহরহ মোটরসাই‌কে‌লের মহড়া। পাড়া মহল্লায় আড্ডাবাজ‌দের তৎপরতাও আ‌গের মত নাই। সবাই এখন নির্বাচনী ক্যাস্পিং নি‌য়ে ব্যস্ত। 

উপজেলা রিটানিং অফিসার মোসাঃ সাইয়েমা হাসান জানান, নির্বাচন সুষ্ঠু করার ল‌ক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে অন্যান্য বা‌হিনীর মত বি‌জি‌বির সদস্যরাও টহল ব্যবস্থার তৎপরতা অব্যাহত রাখ‌ছেন। উপ‌জেলায় ১প্লাটুন বি‌জি‌বি সদস্য প্রতি‌দিন সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত কাজ ক‌রে যা‌চ্ছে। নির্বাচ‌নের পরও তা‌দের এ ধর‌নের টহল ব্যবস্থা অব্যাহত থাক‌বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft