প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন
মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি'র বরাত দিয়ে বিবিসি জানায়, বুধবার (৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে এ বিস্ফোরণ হয়। এ ঘটনায় আরও অন্তত ১৭১ জন আহত হয়েছেন।
এদিকে, কেরমানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে আইআরআইবি বলেছে এটি "সন্ত্রাসী হামলা"।অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে রাস্তায় বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানিকে স্মরণ করার জন্য একটি অনুষ্ঠানের অংশ হিসাবে কয়েকশ লোক বুধবার (৩ জানুয়ারি) তার সমাধির দিকে হাঁটছিল বলে জানা গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সোলেইমানিকে দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো। রেভল্যুশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখা, কুদস ফোর্সের কমান্ডার হিসেবে, তিনি সমগ্র অঞ্চলজুড়ে ইরানী নীতির একজন স্থপতি ছিলেন।
তিনি কুদস ফোর্সের গোপন মিশনের দায়িত্বে ছিলেন এবং হামাস ও হিজবুল্লাহসহ মিত্র সরকার এবং সশস্ত্র গোষ্ঠীগুলিকে নির্দেশিকা, অর্থায়ন, অস্ত্র, বুদ্ধিমত্তা এবং লজিস্টিক সহায়তা প্রদানের দায়িত্বে ছিলেন। সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় নিহত হন।