বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৮
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভার মাঠে আজ শুক্রবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় একজন নিহতসহ আহত হয়েছেন আরো ১৮ জন। 

জানা যায়, সমাবেশ চলাকালে মাঠের পেছন দিকে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

আহতরা জানায়, দুপুর আড়াইটা দিকে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের পক্ষে মিছিল নিয়ে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করেন তারা। এর আগে থেকেই মাঠে অবস্থান নেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের লোকজন। 

পরে তারা ব্যানার ও ফেস্টুনের লাঠি দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। একই সময় পানির বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

পরে প্রতিপক্ষের হামলায় আহত ১৮ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছেন।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুজ্জামান জানান, দুপুর ৩টার পরে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন সিরাজ সিকদার নামে একজন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ওই ব্যক্তি মাঠের পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে যান। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয়দের দাবি, মৃত সিরাজ সিকদার হিজলা উপজেলার গুয়াবড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft