আহতরা জানায়, দুপুর আড়াইটা দিকে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের পক্ষে মিছিল নিয়ে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করেন তারা। এর আগে থেকেই মাঠে অবস্থান নেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের লোকজন।
পরে তারা ব্যানার ও ফেস্টুনের লাঠি দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। একই সময় পানির বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পরে প্রতিপক্ষের হামলায় আহত ১৮ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুজ্জামান জানান, দুপুর ৩টার পরে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন সিরাজ সিকদার নামে একজন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের স্বজনরা জানিয়েছেন, ওই ব্যক্তি মাঠের পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে যান। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয়দের দাবি, মৃত সিরাজ সিকদার হিজলা উপজেলার গুয়াবড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।