মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার-ক্রাচ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড ( শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে দৈবজ্ঞহাটি বাজার এলাকায় নবলোক পরিষদের পক্ষ থেকে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।
 
এসময় নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, উপ নির্বাহী পরিচোলক মোঃ আলতাফ হোসেন, পরিচালক মোঃ ফখরুল ইসলাম, এরিয়া ম্যানেজার পার্থ রায় চৌধুরী, পিকেএসএফের রাশেদুজ্জামান, নবলোকের আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, সৈকত হোসেন, সজিব কুমারসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এ দিন ২১ জন প্রতিবন্দী ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড (শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়। বিনামূল্যে প্রয়োজনীয় এসব উপকরণ পেয়ে বেশ খুশি দরিদ্ররা।

হুইল চেয়ার পাওয়া সুমন ব্যাপারী বলেন, হাত ও পায়ে খুবই সমস্যা হাটতে পারি না। সারাদিন ঘরে বসে থাকি, এখন হুইল চেয়ার পেলাম, মাঝে মাঝে বাইরে বের হতে পারব।

আব্দুর রহমান নামের এক যুবক বলেন, একটা পায়ে সমস্যা আমি ঠিকমত হাটতে পারি না। একটি ক্রাচ দিয়েছে নবলোক আমাকে। এখন স্বাচ্ছন্দে হাটতে পারব ইনশা আল্লাহ।

পিকেএসএফ-র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, পিকেএসএফ তার সহযোগীদের নিয়ে মানুষের কল্যানে কাজ করে আসছে। আজকের প্রতিবন্ধীদের যে উপকরণ দেওয়া হচ্ছে এগুলো খুবই কার্য্যকর, এসবের যত্ন করবেন। প্রতিবন্ধী মানুষদেরকে সুস্থ্য মানুষের থেকে বেশি যত্ন করবেন। তা হলে, পরিবার ও সমাজে শান্তি আসবে আশাকরি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft