মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
জামালপুর-১ প্রচার প্রচারণা ব্যস্ত নৌকা-লাঙ্গলের প্রার্থী, নীরব অন্য প্রার্থীরা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ দুই উপজেলা  নিয়ে গঠিত জামালপুর-১ আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোট প্রার্থনার মধ্য দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নৌকার প্রার্থীসহ নেতাকর্মীরা।  

জোরেশোরে নির্বাচনী প্রচারণা চলাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী , অন্য দিকে ঢিলাঢালা ভাবে প্রচারনা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকরা। কোয়াশাছন্ন  ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে নীরব রয়েছেন অন্য প্রার্থীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন প্রার্থী। 

তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ  (নৌকা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম আবু সায়েম ,গামছা প্রতীক নিয়ে আবদুল আল মামুন, এবং তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী  (সোনালী আঁশ)। তবে অতীত-বর্তমান ভোটের হিসাব-নিকাশে আওয়ামী লীগ এগিয়ে।   

টানা তিন বার এ আসনে নৌকার প্রার্থী হিসাবে আবুল কালাম আজাদ এমপি নির্বাচীত হয়েছেন। আবুল কালাম আজাদ এমপি  টানা ৩ বারের সংসদ সদস্য থাকলেও এবার এ আসনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েছেন নূর মোহাম্মদ। নির্বাচনী প্রচারণা ইউনিয়নভিত্তিক প্রোগ্রাম দিয়ে জনসভা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ এলাকায়  ভোটারদের সারাও পাচ্ছেন বেশ ভালো । আবার গণসংযোগের মাধ্যমে প্রতীক ও ছবি সংবলিত হ্যান্ডবিল বিতরণ করেও ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রতি দিয়ে  প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী আবু সায়েম । তবে নীরব রয়েছেন অন্য দুই প্রার্থীরা। খুব একটা দেখা যাচ্ছে না তাদের পোস্টার বা মাইকের প্রচার।

সরজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাট-বাজার, স্কুল, কলেজ ও রাস্তার ধারে দলীয় প্রতীক এবং প্রার্থীর ছবি সংবলিত পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সমগ্র এলাকা। প্রতীক ও ছবি সংবলিত হ্যান্ডবিলও বিতরণ করতে দেখা যায় সাধারণ ভোটারদের  মাঝে। পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। তবে প্রচার-প্রচারণায় বেশী দেখা যাচ্ছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  ও সমর্থকদের।  তার পাশাপাশি মাঠে সরব রয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সমর্থকরাও।

নৌকার মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ  ও দলীয় নেতাকর্মীরা হাটে-বাজারে, পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো উন্নয়নমুখী একটি সংসদ গঠনের সুযোগ চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। 

অন্য দিকে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সায়েম  ও তার দলীয় সমর্থক নিয়ে প্রতিশ্রতি দিয়ে ভোট কামনা করছেন গণসংযোগ ও পথসভার মাধ্যমে। তবে আবারও এই আসনে  নৌকার বিজয় সুনিশ্চিত ধরে নিয়েছেন সাধারণ ভোটার ও সচেতনমহল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft