প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২:৩৪ অপরাহ্ন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়াড় আসর থেকে সোমবার দিনগত গভীর রাতে জুয়াড় সরঞ্জমাদিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে ডিবিপুলিশ।
তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের হয়েছে এবং আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ , এসআই মো. আবু শরিফের নেতৃত্বে একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার মাইছানির চর এলাকায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলেন রং মিয়া(২৫) পিতা মান্নান, মো: ইউনুছ আলী(২৪) পিতা মো: সামাদ বেপারী, মো: আনারুল ইসলাম (২৮) পিতা ফকির আলী, মো: আলী হোসেন(৩৮) পিতা হুরমুজ আলী, জামান মিয়া(৫৫) পিতামৃত আফসার আলী, মো: খোরশেদ আলম(৩৮) পিতামৃত খলিলুর রহমান,মো: গদা মিয়া(৩০) পিতা জামান মিয়া,মো: লাল মিয়া(৩২) পিতামৃত মফিজ উদ্দিন, মো: মানিক আলী(৩৭) পিতামৃত সহেজ উদ্দিন।
এ ব্যাপারে গোয়েন্দা শাখা (ডিবি-২) অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সতত্যা নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে জামালপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক,জুয়াসহ সকল ধরনের অপরাধ দমন করতে এই অভিযান অব্যাহত থাকবে।