শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অধিকার কারো নেই: ইসি আনিছুর
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:১২ অপরাহ্ন

আজ রোববার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে ইসি মো. আনিছুর রহমান বলেন, কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অধিকার কারো নেই।

এ সময় ইসি মো. আনিছুর রহমান বলেন, ‘ভোটে অংশগ্রহণ না করা ও ভোট না দেওয়া এই আইনগত অধিকার সবারই আছে। তবে ভোটদানে অংশগ্রহণ ও বাধা দেওয়া এটা বড় ধরনের অপরাধ। ভোটকেন্দ্রে কাউকে যেতে বাধা দেওয়ার অধিকার আইনে কাউকে দেওয়া হয়নি। এ ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিন যদি কোথাও লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে আমরা ভোটগ্রহণ বন্ধ করে দেব। যখন আমরা আবার পরিবেশ ঠিক করতে পারি পুনরায় ভোটগ্রহণ চলবে।’

কমিশনের কাছে সব প্রার্থীই সমান জানিয়ে ইসি আরও বলেন, ‘হেভিওয়েট আর লাইটওয়েট প্রার্থী বলতে আমাদের কাছে কেউ নাই।’ 

আনিছুর রহমান আরও বলেন, ‘প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মাঠে থাকতে হবে যার যার অবস্থান নিয়ে। নির্বাচনের ১৩ দিন আগে সশস্ত্র বাহিনী মাঠে কাজ করবে। এজন্যই এত আগে তারা মাঠে থাকবে যাতে করে আমরা সুষ্ঠু একটা ভোট জাতিকে উপহার দিতে পারি।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। এসময় সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ২৯ জন প্রতিদন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft