মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে হামলা, আহত-৪
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বের জের ধরে সাবেক মেম্বরের বসতবাড়িতে হামলা চালিয়ে কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে লাল খানসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকেরা।

গতকাল শুক্রবার বেলা ২টার দিকে চিংড়াখালী ইউনিয়নের উত্তর চিংড়াখালী খান বাড়ির জামে মসজিদে জুমার নামাজ শেষে মাপিটের এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত লাল খানকে (৫৫) পুলিশের সহায়তায় এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটে অপর আহত লাল খানের মা মজিয়া বেগম (৭৮) ও ভাই দুলাল খানকে (৩৮) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাল খানের ছোট ভাই সাবেক মেম্বার আসাদ খানের স্ত্রী স্কুল শিক্ষক মাহমুদা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার আরিফ সরদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি বাহিনী তাদের বাড়িতে ঢুকে প্রথমে লাল খানকে মারপিট করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে গেলে তাদেরকেও আরিফ বাহিনীর লোকেরা মারপিট করে।

অভিযুক্ত ইউপি সদস্য আরিফ সরদার বলেন, মসজিদের হিসাব চাওয়ায় লাল খান তার ওপর চড়াও হলে এক পর্যায়ে সে আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে লাল খানের মাথায় আঘাত করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft