মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নৌকার নির্বাচনী প্রচারনায় সিমিন হোসেন রিমি এমপি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি  ভাই ও ছেলে কে নিয়ে নিবার্চনী জনসংযোগ করেছেন।

আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জণসংযোগ করেন।

এ-সময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরপাড়া, নওগাঁও, কাজা হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,বড়সিট সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ,মাসক মহিলা মাদ্রাসা, ফুলবাড়িয়া দেলোয়ার হোসেনের বাড়ি সংলগ্ন মাঠ,চাকৈল স্কুল মাঠ,রাউনাট বড়াইদ স্কুল মাঠ এলাকায় গিয়ে জণসংযোগ শেষ করেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল কাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  মাজহারুল ইসলাম সেলিম,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির কমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি,স্থানীয় চেয়ারম্যান ইকবাল মাহমুদ, সিমিন হোসেন রিমির পুত্র রাকিব হোসেন ও ভাই ডাঃ হাসিব আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষ প্রমুখ।

নৌকার মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর এ দেশকে বাঁচাতে হলে নৌকার বিকল্প নেই। দেশ স্বাধীন হওয়ার পর কোনো সরকার উন্নয়ন তো দূরের কথা; তারা শুধু নিজেদের পকেট ভারী করে বিদেশে অর্থপাচার করে গাড়ি-বাড়ি বানিয়েছে। তাই আমরা সবাই নিজেদের শুধরে আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করতে রাগ-অভিমান ভুলে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। তিনি বলেন, নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft