প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে চিন্তিত নয় নির্বাচন কমিশন। এমনকি বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করেন না তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে কলহ, বিরোধ আছে সেখানে বার্তাবাহকের কাজ করা কমিশনের দায়িত্ব নয়।’
আমেরিকার ভিসা নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা একেবারেই মাথা ঘামাচ্ছি না। আমরা যারা নির্বাচন কমিশনে আছি ভিসার ব্যাপারে আমাদের কোনো স্বার্থ আছে বলে আমি মনে করি না। যাদের ভিসার প্রয়োজন আছে, যারা ঘন ঘন আমেরিকা বা ইউরোপ যায় তারা হয়তো এটা বিবেচনা করে দেখতে পারেন।’
নির্বাচনি প্রচারণা ছাড়া অন্য সভা-সমাবেশ করা যাবে না এমন নির্দেশনার ব্যাপারে সিইসি বলেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশের বিষয়ে কোনো বাধা নেই।’
কাজী হাবিবুল আউয়াল, ‘কেবল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এ ধরনের সভা-সমাবেশের বিষয়ে আপত্তি তোলা হয়েছে। বলা হয়েছে, নির্বাচনকে বিঘ্নিত করতে পারে বা নির্বাচনের বিপক্ষে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এ ধরনের সভা-সমাবেশ থেকে নিবৃত্ত করা।’
৭ জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পদত্যাগ করবেন কি'না? এমন প্রশ্নের জবাবে সিইসি সরাসরি কোনো উত্তর দেননি। তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি আরও বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে। ভোট করতে প্রয়োজন ১২ লাখ জনবল, কিন্তু কমিশনের আছে মাত্র ১ হাজার ৫০০ লোকবল। ফলে বিভিন্ন দপ্তর থেকে জনবল নিতে হয় কমিশনকে। এককভাবে কমিশনের পক্ষে নির্বাচন সফল করা সম্ভব হবে না, সবার সম্মিলিত প্রয়াসেই নির্বাচন সফল হবে।’