প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আরও চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ ও মামলা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
এছাড়া নিরস্ত্র পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে। ফলে ওই দুই কর্মকর্তা ছাড়া বাকি দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছে।
একইসঙ্গে চট্টগ্রাম জেলায় ডিবি অফিসে কর্মরত রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। তাকে বদলি করতে হলে প্রস্তাবিত কর্মস্থল পটিয়া থানার পরিবর্তে চট্টগ্রাম জেলার বাইরে করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।