মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
অডিশনের নামে নগ্ন দৃশ্য ধারণ, সেই ভিডিও পাওয়া গেল পর্নো সাইটে
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন


অডিশনের নাম করে নগ্ন দৃশ্য শুট করে তারপর সেই ভিডিও ইন্টারনেটে আপলোড করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন এক নবাগতা অভিনেত্রী। সেই অভিনেত্রীর বয়স ১৮ বছর। ইতোমধ্যেই পুলিশের কাছ নিজের অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এই অভিযোগের বিষয়ে অরনালা পুলিশ জানিয়েছে, নবাগতা ওই অভিনেত্রীকে ১ নভেম্বর একটি প্রোডাকশন হাউজের এক ব্যক্তি ফোন করেন। তাকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য একটা সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়। এর ঠিক পরের দিন ওই নারী অরনালা সমুদ্র সৈকতের কাছে একটা ফার্মহাউজে অডিশন দিতে যান। অভিযুক্তরা তাকে জানিয়েছিলেন, তারা একটা ওয়েব সিরিজের শুটিং করছেন।কেন্দ্রীয় চরিত্রের জন্যই ওই নারীর অডিশন নেয়া হচ্ছে। 

অভিযোগকারী সেই নারী আরো বলেন, ‘আমি যখন খামারবাড়িতে পৌঁছালাম, সেখানে একজন ক্যামেরাম্যান, সহ-অভিনেতা এবং পরিচালক সহ মোট তিনজন  ছিলেন। একজন নারী মেকআপ শিল্পীও ছিলেন।’ এরপর তিনি জানান, তাকে নগ্ন দৃশ্যের শুটিংয়ের জন্য বলা হয়। তিনি রাজি না হলে, তাকে জোর করা হয়। অডিশনের পর, তিনি প্রোডাকশন হাউজ থেকে ডাক পাওয়ার আশায় ছিলেন। তবে এক মাসেরও বেশি সময় পার হলেও তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।

পর্নো সাইটে নিজের সেই ভিডিও পাওয়ার অভিযোগ করে সেই নারীর জানান, গত বুধবার তিনি খেয়াল করেন যে একটা পর্নো সাইটে তাঁর ভিডিও আপলোড করা হয়েছে। আর এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। অরনালা পুলিশ জানিয়েছে যে তারা এই মামলা অপরাধ শাখায় স্থানান্তরিত করেছেন। এই ঘটনার পেছনে একটা বড় চক্র রয়েছে বলে পুলিশের অনুমান। তবে এখনো কাউকে আটক করা হয়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft