প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ৭ম তলার ৭২০১ নং কেবিনে নেওয়া হয়। এ সময়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শাহাবুদ্দিন, ছোট ভাই শামীম ইস্কান্দার, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত ছিলেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। অবস্থার উন্নতি ও ফুসফুস থেকে পানি অপসারণ শেষে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।
এর আগে খালেদা জিয়াকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট(সিসিইউ) স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।
তিনি বলেন, 'উনার (খালেদা জিয়ার) একটু শারীরিক জটিলতার কারণে বিকাল সাড়ে ৫টায় মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউতে নেওয়া হয়েছে। আশা করা যায় যে, চিকিৎসা শেষে আবার উনাকে কেবিনে শিফট করা হবে।”
গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পরদিন জরুরিভাবে তাঁর লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট(টিপস) সম্পন্ন করেন।
এরপর কয়েকদিনের মধ্যে খালেদা জিয়াকে কেবিনে এনে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছিলেন। সোমবার বিকালে কিছু জটিলতা দেখা দিলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।
গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অধ্যাপক জাহিদ।