সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
অমিতাভের নাতির চেয়ে আয় বেশি শাহরুখ কন্যার
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে একসঙ্গেই অভিষেক হলো বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান ও অমিতাভের নাতি অগস্ত্য নন্দার। এই মুহূর্তে দুজনেই আছেন আলোচনায়। যদিও তাদের ঘিরে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে। একে অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন, ডেটিং করছেন, এমনটা উঠে এসেছে একাধিক প্রতিবেদনে। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। যদিও সম্পর্ক নিয়ে তারা কখনই মুখ খোলেননি। কিন্তু ভক্তদের মাঝে তুমুল চর্চা এই জুটিকে ঘিরে।

এদিকে বলিউডে পা রাখার পর থেকেই সুহানা ও অগস্ত্যর বিষয়ে অনুরাগীদের কৌতুহল এখন সীমাহীন। দুই ধনী পরিবারের সন্তান হলেও নিজের আয় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে দুজনের। তবে এক্ষেত্রে অমিতাভের নাতির চেয়ে বেশ এগিয়েই রয়েছেন শাহরুখ কন্যা। সুহানা খান ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিং নিয়ে ব্যস্ত। ফলে তৈরি হয়েছে পরিচিতি। বেশ কিছু ফটোশুটেও দেখা গিয়েছে তাকে। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সুহানা খান। ফলে তার দখলে সম্পত্তির পরিমাণও অনেক বেশি। নিজের আয়কে কেন্দ্র করে সুহানা খান এখনই ১২ থেকে ১৩ কোটির মালিক।

ক্যারিয়ারের শুরুতেই মোটা টাকা আয় করে ফেলেছেন তিনি। বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না তার। অন্যদিকে অগস্ত্য নন্দা এতদিন দর্শকদের চোখের আড়ালেই ছিলেন বলা যায়। তাই তিনি খুব একটা আয় করে উঠতে পারেননি এখনও পর্যন্ত। ফলে তার ঝুলিতে রয়েছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। ‘দ্যা আর্চিস’ দিয়ে আলোচনায় উঠে এসেছেন অগস্ত্য। সামনে হয়তো বিজ্ঞাপনের মুখও হয়ে যেতে পারেন। তবে দুজনের আয়ের পার্থক্য যাই হোক, এই জুটি যে সামনে দীর্ঘ পথ একসঙ্গে চলতে যাচ্ছে তা বলাই বাহুল্য।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য আর্চিস’-এর শুটিং এর সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুহানাকে ইতোমধ্যেই পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন অগস্ত্য, তাদের প্রেমে সায় আছে তার মা শ্বেতা নন্দার- এমনটাই প্রকাশ পেয়েছে প্রতিবেদনে। এরইমধ্যে সুহানাকে অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫তম সিজনে দেখা গেছে। নেটফ্লিক্সে ৭ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দ্য আর্চিস’-এ অগস্ত্য, সুহানা, খুশি কাপুর ছাড়াও মূল চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ভেদাং রায়না, যুবরাজ মেন্ডা ও অদিতি ডট স্যায়গালকে। এতে সুহানাকে দেখা যাবে ভেরোনিকা লজের চরিত্রে, অগস্ত্য থাকছেন আর্চি অ্যান্ড্রুস হিসেবে।  সিনেমাটি পরিচালনা করেছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ খ্যাত পরিচালক জোয়া আখতার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft