মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
রাজধানীর মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণে একজনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ন

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খায়ের মিয়া (৪৪) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এইচডিইউ) মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তাঁর মারা যাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। এদের মধ্যে এইচডিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা যান। বাকি সাতজনের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।

নিহতের সহকর্মী হারুন জানান, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। বিস্ফোরণে সেও দগ্ধ হন। পরে আজ বিকেলে মারা যান। দুই সন্তানের বাবা খায়েরের বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন, আমির হোসাইন ৩৫ শতাংশ, মো. মাসুম ৬০ শতাংশ, মো. সালাউদ্দিন ৬৫ শতাংশ, কামাল আবেদীন ১৫ শতাংশ, মো. খায়ের মিয়া ১৫ শতাংশ, জীবন ৮ শতাংশ, মো. রানা ৫ শতাংশ ও মো. মামুন ৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft