প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
১০ বছর আগে রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবীসহ ৩৮ জন খালাস পেয়েছেন। জহিরুল ইসলাম নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন-শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আল মামুন পান্না, শামিম, মোহাম্মদ আলী, মো. আব্দুল খালেক, সোহেল, তানভীর, ইমদাদুল হক।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।