প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৫:২৪ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাইকালে ঋণ খেলাপী হওয়ার কারণে তার মনোনয়ন বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র গতকাল রোববার ও আজ সোমবার বাছাই করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই করেন।
এসময় গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান বিভিন্ন ব্যাংক, আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী বা তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এবারের নির্বাচনে কাপাসিয়ায় মোট ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের সকলেই মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার বাছাইয়ের শুরুতে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে মনোনয়ন বাছাই করা হয়। বাছাইকালে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত, তাজউদ্দীন আহমেদের ভাগিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদের মনোনয়নপত্র ঋণ খেলাপী হওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয়। তবে, তিনি এ আদেশের বিরুদ্ধে আপীল করতে পারবেন বলে জানানো হয়।
গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তাজউদ্দীন আহমেদের কন্যা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি), জাকের পার্টি প্রার্থী জুয়েল কবির এবং স্বতন্ত্র প্রার্থী সামসুল হক, জাতীয় পার্টির সামসুদ্দিন খান,বাংলাদেশ সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) র প্রার্থী এ্যাড. সারোয়ার ই কায়নাত, বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুর রউফ খান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট।