প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১:৩২ অপরাহ্ন
বিএনপির ডাকা নবম দফা ৪৮ ঘণ্টার অবরোধে স্বাভাবিক রয়েছে রাজধানীতে গণপরিবহন চলাচল। সকাল থেকে রাজধানীর প্রতিটি রুটেই চলছে বাস-রিকশা। তবে ব্যক্তিগত যান চলাচল সীমিত রয়েছে।
আজ সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, এলিফ্যান্ট রোডে, মিরপুর রোড, মৎস্য ভবন মোড়, পল্টন মোড় ও কাকরাইল মোড়ে সরেজমিনে এ চিত্র উঠে এসেছে।
আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের বাসচালক সবুজ মিয়া বলেন, গত দুই সপ্তাহ ধরে রাস্তায় অবরোধের তেমন কোনো লক্ষণ নেই। আগে ভয়ে অনেকে বাস না চালালেও রুটি-রুজির তাগিদে সবাই বাস নামাচ্ছে।
এলিফ্যান্ট রোড থেকে মতিঝিলে দিশারী পরিবহনে করে যাচ্ছিলেন আরাফাত রহমান। তিনি বাংলানিউজকে বলেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ি কম থাকায় যানজট নেই। নির্বিঘ্নে যাওয়া যাচ্ছে।
এদিকে স্বাভাবিক রয়েছে পল্টন মোড় থেকে প্রগতি সরণি, বিমানবন্দর, মতিঝিল ও ডেমরা রুটের যান চলাচলও।