বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নাটোরে গাঁজাসহ আটক ৩
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন

নাটোর শহরের স্টেশন বাজার থেকে মোছাঃ লিপি (৪২) মোছাঃ মুক্তা বেগম (৩০) এবং জাহিদুল হাসান উজ্জ্বল (৪৫) নামের তিনজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাদের ১৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। 

আটক জাহিদুল মৃত চাঁন মিয়ার ছেলে, লিপি জাহিদুলের স্ত্রী এবং মুক্তা বেগম (৩০) শাহিন আলীর স্ত্রী। তারা সকলেই লালমনিরহাট জেলাসদরের সাপটানা এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫; (নাটোর) জানায়, ক্যাম্প একটি অপারেশন দল গতকাল ২৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের স্টেশন বাজার এলাকা চেকপোষ্ট পরিচালনা করে। সেখানে যাত্রীবেশে গাঁজা পরিবহণ কালে ১৪ কেজি গাঁজাসহ মোছাঃ লিপি, মোছাঃ মুক্তা বেগম এবং জাহিদুল হাসান উজ্জ্বল নামের তিন জনকে আটক করে র‍্যাব। 

র‍্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। 

এই ঘটনায় নাটোর  সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft