মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিনেতা মোশাররফ করিম
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ২:০৯ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এক বক্তব্য নিয়ে সেখানকার রাজনৈতিক অঙ্গনে রীতিমতো হৈ-চৈ পড়ে গেছে। আর সেখানে না চাইতেও জড়িয়ে গেছে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমের নাম। মূলত মোশাররফ করিমের জনপ্রিয়তাকে পুঁজি করে পরিচালক-মন্ত্রী ব্রাত্যের এক রাজনৈতিক বক্তব্যের জেরেই এই শোরগোল।

গতকাল সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় এক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য, মোশাররফসহ সংশ্লিষ্ট অনেকে।

সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজনীতির কথা একটা বলতে চাই। যে দাবি উঠেছে এখানে, সেটা হলো, মোশাররফ করিমকে আবার পরের বছর চাই। যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’’

জেনে রাখা ভালো, পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুখ্যাত এক অপরাধীর নাম শ্যামল। তার পরিচিতি ছিল “হুগলির দাউদ ইব্রাহিম” নামে। শ্যামলের জীবনী নিয়ে ব্রাত্য বসু বানাচ্ছেন “হুব্বা” সিনেমা। এতে অভিনয় করছেন মোশাররফ। এর আগে তার পরিচালিত “ডিকশনারি” ছবিতেও অভিনয় করেছেন মোশাররফ।

কিন্তু নাটকের অনুষ্ঠান মঞ্চে ব্রাত্য কেন ভোটের প্রচারণা চালাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 

বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সম্পাদক শ্যামলেন্দু দে বলেন কটাক্ষ, ‘‘তৃণমূলের ‘আপ টু বটম’ সব চোর। ব্রাত্য বসু শিক্ষা কেন্দ্রের অরাজকতা শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন। তিনি কোনটা নাট্যমঞ্চ আর কোনটা তৃণমূলের মঞ্চ সেটা ভুলে গিয়েছেন।’’ 

তিনি আরও বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি সরে গেছে, এটা তারই প্রমাণ। তাই ভোটের প্রচারের জন্য নাট্য উৎসবও ছাড় পাচ্ছে না।’’

তবে বিষয়টিতে কোনো ভুল দেখছে না তৃণমূল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft