মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
অফ হোয়াইট শাড়িতে নজর কাড়া লুকে মিম
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন

হেমন্ত পার হয়ে শুরু হয়েছে শীতকাল। আর এই শীতকে স্বাগত জানিয়ে ভক্তদের উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি সামাজিক যোগাযোগামধ্যমে শাড়ি পরে নিজের কিছু প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। অফ হোয়াইট শাড়িতে মিমকে দেখা গেছে মোহনীয় রূপে।

এরইমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে মিমের এই লুক। ভক্তদের প্রশংসায় ভাসছেন এ তারকা। এছাড়া ছবিগুলোতে মন্তব্য করেছেন হাজারেরও বেশি অনুসারী। প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৬ হাজারের বেশি।
  
এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন দুই বাংলাতেই আলোচনায় রয়েছেন। গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’।
 
প্রসঙ্গত, মিমের টালিউডে যাত্রা শুরু হয়েছে ‘ব্ল্যাক’ সিনেমার মধ্য দিয়ে। ২০১৫ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেন সোহম। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। কলকাতায় ‘মানুষ’ তার পঞ্চম সিনেমা। দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে দেখা মিলল তার। যেখানে পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।
 
বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৪ সালে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে মিম শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন।
  
সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এ সিনেমায় মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। তার বিপরীতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft