প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ইসির ওপর পশ্চিমা দেশের কোনো চাপ নেই। যেটা আছে, ওটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা নয়। আমাদের প্রতি কোনো চাপ নেই। দেশের প্রতি চাপ আছে কি না, আমি জানি না। সেটা সরকার বুঝবে, সেটা রাজনৈতিক ব্যক্তিবর্গ বুঝবে।
আজ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ইসি আহসান হাবিব আরও বলেন, আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা। সব দল অংশগ্রহণ করুক, এটা আমাদের মনে প্রাণে ইচ্ছা। তফসিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে আমরা আন্তরিকভাবে কমিশন মিটিংয়ে বিবেচনা করার চেষ্টা করব। আলোচনার পর সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, আমাদের বাধ্যবাধকতা রয়েছে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ নেওয়াতে হবে। সেই সময় থাকলে আমরা কমিশন বসে আলোচনা করবো, আমাদের টাইম ফ্রেমের মধ্যে যদি সম্ভব হয়, অবশ্যই করবো।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।