প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের দ্বিতীয়বারে মতো ডাকা ৪৮ ঘন্টা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়ায় ২ শতাধিক মোটরসাইকেল যোগে বিক্ষোভ মিছিল করেছে রুপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী যুবলীগনেতা এইচ এম ইমরান হোসেন, ভূলতা ইউনিয়ন যুবলীগ নেতা রাজীব, ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা হিমেল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগনেতা বিল্লাল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ নেতা সোহান ভূঁইয়া রাফি, সুমন, শরৎ, রোবেল, ইমন সহ রুপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে তার নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে।
পরে মিছিল শেষে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এইচ এম ইমরান হোসেন বলেন, আমার রাজনীতির অভিভাবক, রূপগঞ্জের মা ও মাটি, গরিব দুঃখী মানুষের মেহনতি নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী রুপগঞ্জ উপজেলা ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহাদয়ের নির্দেশক্রমে বিএনপি-জামায়াতের দ্বিতীয়বারে মতো ডাকা ৪৮ ঘন্টার অবৈধ অবরোধ, সন্ত্রাস নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা রূপগঞ্জ উপজেলার যুবলীগ নেতাকর্মীরা সোচ্চার আছি।
আজ (৫ নভেম্বর) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা (ঢাকা-সিলেট) মহাসড়ক ও (এশিয়ান হাইওয়ে) সড়কে এ বিক্ষোভ মিছিল করে। এদিকে বিএনপি জামাতের নাশকতা এড়াতে রুপগঞ্জ উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে এই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এই রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীরা সব সময় যেকোনো নাশকতা ঠেকাতে তৎপরত রয়েছি।