প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন
নিখোঁজের ২ দিন পর অটো চালক মো. আরব আলী (২১) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, বেকারত্ব ঘোচাতে এইচএসসি পাশ রজব আলী অটো রিক্সা চালাতেন। গত শনিবার রাত ৮টার দিকে অটো রিক্সা নিয়ে বের হবার পর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করে পরিবার। আজ সোমবার সকালে স্থানীয় কৃষক ঘাস কাটতে গিয়ে খালে লাশ দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ও স্বজনরা লাশ উদ্ধার ও সনাক্ত করেন। নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন সহ পেটে ছুরির আঘাতে ভুরি বের হয়ে আসতে দেখা যায়।
এসময় নালিতাবাড়ী সার্কেল এএসপি দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়া, সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার (ওসি) মো.মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরিক্ষায় মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীণ।