প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৭:৩২ অপরাহ্ন
পটুয়াখালীতে স্বস্তির বৃষ্টিতে ধান ক্ষেতগুলো সতেজ হয়ে উঠেছে। আর এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। কোন কোন এলাকার উচুঁ জমিতে পানির অভাবে আমন ধান ক্ষেতগুলো শুকিয়ে গেছে।
অনেক ধানের গাছ লালচে আকার ধারণ করেছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলো এখন সবুজে ভরে উঠেছে।
কৃষকরা বলেন, বৃষ্টি আমাদের কাছে ঈদের খুশির মতো। তবে এ বৃষ্টি যদি মাসখানেক আগে হতো তাহলে আমাদের আমন ক্ষেতে রোগের দেখা দিতোনা। চলতি বছর বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের ক্ষেতগুলো শুকিয়ে গেছে। গাছ বৃদ্ধি কম হয়েছে। বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে।এখন ধানের চারা তাড়াতাড়ি বড় হবে। আমন ধানের গাছ হতে অতিদ্রুত ধানের শীষ বের হবে।
বিভিন্ন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমের শুরুতে কম বেশি বৃষ্টি হলেও মাঝ পথে র্দীঘ সময় বৃষ্টির পানি না হওয়া কৃষকরা চিন্তিত হয়ে পড়ে। এ বৃষ্টির ফলে আমন ধানের ক্ষেতগুলোর অবস্থান পরির্বন হবে। আমন ধানের ফলন ভালো হবে। যেহেতু বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষি। আমন ধানের ক্ষেতগুলোতে এ মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন ছিলো। গত কয়েক দিন যাবৎ থেমে থেমে বৃষ্টির ফলে আমন ধানের ভালো ফলনের প্রত্যাশা চাষিদের।