শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শ্রীমঙ্গলে বৃদ্ধাকে ধর্ষণের দায়ে দুই যুবক গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে এক বৃদ্ধাকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই নারী বাড়ি শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে।

থানা সূত্রে আরো জানা গেছে, ৩ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে ওই নারী জাগছাড়া চা বাগান সংলগ্ন একটি ছড়াতে গোসল করতে যান। সেখানে পূর্ব থেকেই ওৎ পেতে থাকেন ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর (২২)।

খোঁজ নিয়ে আরো জানা গেছে- বৃদ্ধ ওই নারীকে মিন্টু কর ও পলাশ কর জোরপূর্বক ছড়ার ব্রীজের নিচে শুকনা বালির উপর নিয়ে বৃদ্ধা নারীর ইচ্ছার বিরুদ্ধে  জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি গণধর্ষণ মামলা রুজু হলে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)  তাপস চন্দ্র রায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিক আমরা দর্শনের সাথে জড়িত অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft