প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৬ অপরাহ্ন
আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) জামালপুরে দেওয়ানগঞ্জ চিকাজানি, বড় খাল নদী ভাঙ্গনের স্থান পরিবর্তন করে এবং ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার পরিদর্শন করেন ইউনিয়নের পানিবন্দি ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ইমরান আহমেদ।
আজ দুপুরে উপজেলার চুকাই বাড়ি ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আলমগীর হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, মাজহারুল ইসলাম, চুকাই বাড়ি ইউপি চেয়ারম্যান জনাব সেলিম খান প্রমুখ।
উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেওয়ানগঞ্জে যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হয়েছে উপজেলা কয়েকটি ইউনিয়ন।
পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, যমুনার পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।