বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
‘এটি আসলে আইটেম গান নয়’
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫০ অপরাহ্ন

‘পায়েল’ নামে একটি সিনেমার আইটেম গানের শুটিং করে বেশ কয়েক দিন ধরে খবরের শিরোনাম অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গানটির কিছু ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

গানটি সবার কাছে আইটেম গান হিসেবেই পরিচিতি পাচ্ছে। কিন্তু ভাবনা এটিকে আইটেম গান বলতে নারাজ।

সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো আইটেম গানে পারফর্ম করেননি; কোনো আইটেম গান নিয়ে তিনি সিনেমায় আসছেন না।

ভাবনা বলেন, ‘এটি আসলে আইটেম গান নয়। একটি যৌনপল্লির গল্পের সিনেমায় পায়েল চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে গানটি। সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে, সেই চরিত্রের জন্যই এ গান শুট করা। 

আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া। তাই যে কোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি।’

ভাবনা আরও বলেন, ‘সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য; একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটি আমার জন্য আনন্দের। যে কোনো সিনেমায় আমি প্রথমবারের মতো নাচতে পারলাম। এর আগে অন্য কোনো সিনেমায় আমাকে নাচতে দেখা যায়নি। তবে এটি আইটেম সং না।’ ‘

পায়েল’ সিনেমাটি নির্মাণ করছেন রায়হান খান। এতে ভাবনার বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। আরও রয়েছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। এছাড়া সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ। নাম ভূমিকায় রয়েছেন ভাবনা।

সিনেমাটি নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এই সিনেমায় আমি পায়েল চরিত্রে হাজির হবো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft