বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনির্মানে গণিত জানার বিকল্প নেই- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্মার্ট ও আধুনিক জাতি গঠনে এবং বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনির্মানের গণিত জানার কোন বিকল্প নেই। 

প্রধানমন্ত্রীর ঘোষণা ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীদের অবশ্যই গণিত জানার প্রতি আগ্রহ বাড়াতে হবে।  আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে গাংনী সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গাংনী গণিত পরিবার আয়োজিত মেহেরপুর গণিত উৎসব ও শিক্ষা উৎসবে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জীবনে কি হতে চাও, কোথায় যেতে চাও, সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে গণিত জানার কোন বিকল্প নেই। 

জীবনের গুরুত্বপুর্ণ সীদ্ধান্ত নিতে হলেও গণিতের উপর দক্ষতা থাকতে হবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে গণিত ও বিজ্ঞানমুখী করার লক্ষে এ ধরনের আয়োজন আরো বেশি বেশি করার দরকার। 

সংগঠনের সভাপতি সাইফ হাসান কৌশিকের সভাপতিত্বে এবং গাংনী গণিত পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক আবির শফি বিন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী। 

প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধির জন্য জেলার প্রায় ১১৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft