শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ব্রাহ্মণবাড়িয়ায় দোকান থেকে সোয়া কোটি টাকার মোবাইল ফোন চুরি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০:০৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘মোবাইল মেলা’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দু’টি শো-রুম থেকে বুধবার গভীর রাতে প্রায় সোয়া কোটি টাকার মোবাইল ফোন সেট চুরি হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পৌর এলাকার কালীবাড়ি মোড়ের একটু সামনের ওই দু’টি দোকানের মালিক মোবারক হোসেন জিসান জানান, বুধবার রাতে অন্যান্য দিনের মতো দোকান দু’টি বন্ধ করা হয়। 

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানে গিয়ে দেখেন সার্টার লাগানো, তবে তালা খোলা। পরে তিনি সার্টার খোলে দোকানের ভেতর প্রবেশ করে দেখেন দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের দুইশতাধিক মোবাইল ফোন সেট চোরেরা নিয়ে গেছে।

তিনি জানান, চুরি হওয়া মোবাইল ফোনের মধ্যে রয়েছে, আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রো, অপোর বিভিন্ন মডেলের ফোন, ভিভোর বিভিন্ন মডেল, শাওমি বিভিন্ন মডেল, ওয়ান প্লাস ব্র্যান্ডের বিভিন্ন মডেল, স্যামসাং, স্যামসাং ফোল্ড-৩ মডেল, ফোল্ড-৪ মডেল, ফ্লিপ-৩ মডেল ও ফ্লিপ-৪ মডেল। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft