সোমবার ২৮ অক্টোবর ২০২৪ ১২ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নড়াইলে যুবলীগ কর্মী হত্যা মামলায় দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল
নিহতের পরিবারের দায়িত্ব নিলেন এমপি মুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় যুবলীগ নেতা আজাদ শেখ হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রতিবাদ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে নারীরাও যোগ দেন। প্রতিবাদ মিছিল ও মানববন্ধন শেষে শোক সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা যুবলীগ আহবায়ক মো.রবিউল ইসলাম। 

সভায় প্রধান অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো.এমদাদুল হক,কালিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.হারুনার রশিদ, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান (ওসি), কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, পুরুুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর ইসলাম মনি, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, বাঐসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ফোরকান আলী, নিহতের ভাই সাজ্জাদ শেখ প্রমুখ। বক্তব্যে বক্তারা ও এলাকাবাসী প্রতিবাদ মিছিলে দাবী করেন  যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে বিচার করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কবিরুল হক বলেন,স্বজন হারানোর বেদনা খুব কষ্টের। সেই কস্টটা আমি বুঝি। তিনি বলেন,১৯৮৫ সালে বিএনপি-সরকারের প্রেতাত্মারা যখন আমার বাবা, বড় ভাইকে খুন করেছিল। তখন আমি হয়েছিলাম এতিম। তিনি বলেন, আজাদ কি করেছিল? কার ক্ষতি করেছে? কেন তাকে খুন করা হলো? 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আ্ইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের তিনি ফাসির দাবি করেন। তিনি বলেন অভিভাবক হারা আজাদের পরিবারের সকল দায়িত্ব আমি গ্রহণ করলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft