বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নাটোরে জাপানি 'কুমন' শিক্ষা ব্যবস্থা চালু
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২২ অপরাহ্ন

'স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে' নাটোরের সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ ‘কুমন কানেক্ট’ উদ্ধোধন করা হয়েছে।  এরফলে এ জাপানি কুমন শিক্ষা ব্যবস্থায় স্কুলের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং ব্র্যাক কুমন লিমিটেড এর যৌথ আয়োজনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ কুমন কানেক্ট'র উদ্ধোধন করা হয়।

উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এক ভিডিও বার্তায় বলেন, ২০৪১ সাল নাগাত আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ নিমার্ণের জন্য আমাদের ভবিষৎ নাগরিকদের স্মাট নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদের মধ্য সমস্যার সমাধান ও বিশ্লেষণ করার ক্ষমতাটা তৈরি করা। গণিত ও ইংরেজি বিষয়ে আমাদের শিশুদের সুন্দর করে শেখাতে পারি, তাহলে যারা যেই পেশায় যাক না কেন প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। এজন্য এ শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিশু-কিশোরদের উপহার দিচ্ছি। 

শিশুরা যেন এ কুমন শিক্ষা চর্চ্চা করতে পারে সেজন্য সারা পৃথিবীতে এ শিক্ষা জনপ্রিয়তা পেয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় মানুষিক কোন চাপ নেই। ছেলে-মেয়েরা আনন্দদায়কভাবে এ শিক্ষা গ্রহণ করতে পারে। 

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, ব্র্যাকের কুমন কানেক্ট প্রধান নেহাল বিন হাসান, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft