প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন
'ইতি তোমার মেয়ে' নাটকটি দেখে টেলিভিশন নাট্য প্রেমিদের প্রশংসায় ভাসছেন নির্মাতা রানা বর্তমান। নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অনেক দর্শকদের হৃদয় স্পর্শ করেছেন এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ছে বলে নাটকের নিচে দর্শকরা কমেন্টস করেন। ইতি তোমার মেয়ে নাটকটি এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দর্শকরা।
আবু হুরায়রা তানভীর'র অসাধারণ ডায়লগ ডেলিভারি, শবনম ফারিয়া, টুটুল চৌধুরী ও শিশু শিল্পী জাফনা সুবাইতার নিখুঁত অভিনয়ের প্রশংসা করছে অনেকেই, শিশু শিল্পীর অভিনয় দেখে চোখের পানি টলমল করে বেরিয়ে পড়েছে এবং সুবিধাকে শুভকামনা জানিয়েছেন।
পাশাপাশি এক দৃশ্য থেকে অন্য দৃশ্যের সুনিপুণ নির্মাণ দুর্দান্ত আবহাওয়া সঙ্গে রংবিনা সবমিলিয়ে একটা অসাধারণ নাটক নির্মাণ করছেন রানা বর্তমানে মিডিয়া ব্যক্তিত্বের কাছে এবং সাধারণ দর্শকের কাছে এখন আলোচনার তুঙ্গে নাটক ইতি তোমার মেয়ে।
সুনিপুণ অভিনয়শৈলীর জন্য গল্পটি অন্যমাত্রায় প্রতিষ্ঠিত করে বেশ মধুর করে তুলেছেন। বিশেষ করে জাফনা সুবাইতার অভিনয় সবার হৃদয়ে দাগ কেটেছে।
রানা বতর্মান'র নির্দেশনায় প্রতিটি অভিনয় শিল্পীর সঠিক উপাস্থাপনের জন্যই দর্শকদের হৃদয় ছুঁয়ে যেতে সফল ভূমিকা পালন করেছেন। সঙ্গে লেখক শামিম শিকদার প্রতিটি সংলাপ বেশ যত্ন নিয়ে লিখেছেন যা, পরিবারের বাবা মায়ের জন্য সচেতনতার মূখ্য ভূমিকা পালন করছে।
এই প্রসঙ্গে নাটকটির নির্মাতা রানা বর্তমান বলেন, আমাদের গল্পটি বাবা-মা আর মেয়ের জীবনের গল্প, এটা ভিউর গল্প নয়। নাটকটি সবার ভালো লাগার কারণ হলো-বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লটে নির্মিত "ইতি তোমার মেয়ে" সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা। আসলেই নাটকটি দেখতে দেখতেই একটা সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়বে।
নির্মাতা রানা বতর্মান আরও বলেন, ইউনিটের সব স্তরের নিখুঁত পরিশ্রমের ফসল " ইতি তোমার মেয়ে" নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হওয়ার পর থেকে আমার চেনাজানা সবাই উৎসাহিত করেছেন। এমনকি চোখের পানি ফেরৎ চাইছেন অনেক, যা সত্যিই আনন্দের। ইতি তোমার মেয়ে নাটকটি এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দর্শকরা। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থাকা শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী, জাফনা সুবাইতা সহ অনেকে।
জ/আ