বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পার ‘সিটাডেল’ সুন্দরী সামান্থার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৩ অপরাহ্ন

ঝড়ঝাপটা পেরিয়ে সামনে এখন ঝকঝকে ভবিষ্যৎ। ইন্ডাস্ট্রিতে তেরো বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় জগতে পা রেখেছিলেন ২০১০ সালে তেলুগু প্রেমের ছবি ‘ইয়ে মায়া চেসভ’ দিয়ে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিশেষ সেই শুরুর দিনটির উদ্‌যাপনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা আর ভালবাসার বন্যায় ভেসে গেলেন তিনি। ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দিত করলেন ‘দ্য ফ্যামিলি ম্যান-২’-এর নির্মাতা রাজ ও ডিকে। “অসাধারণ ক্যারিয়ার ও অবিশ্বাস্য যাত্রা”, সামান্থার উদ্দেশে নিজেদের ইনস্টাগ্রাম পেজে লিখলেন রাজ ও ডিকে। শুভেচ্ছা জানিয়েছেন আরও অজস্র তারকা। ‘পুষ্পা: দ্য রাইজ’ অভিনেত্রীও সকলকে গভীর কৃতজ্ঞতা জানালেন।

সামান্থা লেখেন, “আগে অনেক কিছু আমাকে প্রভাবিত করত। এখন আর করে না। শুধুই ভালবাসা ও কৃতজ্ঞতার জোয়ার।” তাঁর কথায়, “ভালবাসাই আমায় এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন এবং চিরকালের জন্য। আজ আমি যা, সব তোমাদের জন্যই।”

‘ইয়ে মায়া চেসভ’ ছবিতে নায়ক ছিলেন সামান্থারই প্রাক্তন স্বামী, নাগা চৈতন্য। জুটিকে ভালবেসে ফেলেছিলেন দর্শক। তবে বিয়ের চার বছরের মধ্যে, ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ৩৫ বছরের সামান্থা সামাজিক মাধ্যমে লিখেছেন, “যত বয়স বাড়ছে, তত দূরদৃষ্টিও বাড়ছে। পরিণত হচ্ছি ভালবাসায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ।”

জনপ্রিয় আন্তর্জাতিক সুপারহিরো সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ ‘সিটাডেল ইন্ডিয়া’র শুটিংয়ে সামান্থা এখন নৈনিতালে। বরুণ ধাওয়ানও মুখ্য চরিত্রে রয়েছেন। মূল কাজটির পরিচালক রুসো ভ্রাতৃদ্বয়। ভারতীয় সংস্করণের পরিচালনায় রয়েছেন রাজ ও ডিকে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft