প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১০ অপরাহ্ন
সকল শ্রেণীর পাঠ্যক্রমে নারীর প্রতি বৈষম্যে আচরণ চিহ্নিত করে তা প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে এসব দাবি তোলেন।
ব্রাক সোশ্যাল অগ্নি-অ্যাওয়ারনেস,অ্যাকশন অ্যান্ড এডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল এন্ড সেইফ স্পেসেস ফর উইমেন এন্ড গার্লস প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা-উপজেলায় কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এ-সময় বক্তারা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষাক্রম থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমের সকল শ্রেণীতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ চিহ্নিত ও তা প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা অন্তর্ভুক্তির দাবি জানান।
পাবলিক প্লেসসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে ব্যক্তি পর্যায় থেকে এগিয়ে এসে প্রতিবাদ জানাতে বলা হয়েছে। সকলে নিজ অবস্থান থেকে নারীর প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি দেখামাত্র প্রতিবাদ জানানোর অঙ্গীকার করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী মেহের নিগার, প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী, ব্র্যাক গাজীপুর জেলা সমন্বয়কারী আবু জাফর, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, দৈনিক গণমুখের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন,গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন,সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ,যুগ্ন সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান,আবিদ হোসেন বুলবুল,রায়হানুল ইসলাম আকন্দ,বেলায়েত হোসেন শামীম, জাকির হোসেন চৌধুরী কামাল,আব্দুস সালাম শান্ত প্রমূখ।