বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শ্রীমঙ্গলজুড়ে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রচারণা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন

আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় জোর প্রচারণা চালানো হচ্ছে।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেখা গেছে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি পিকআপ ট্রফি সাথে নিয়ে বাদক দলের বাধ্যের তালে তালে শ্রীমঙ্গল উপজেলা জুড়ে প্রচারণা করছেন। প্রচারণাটি ইতিমধ্যে নজর কেড়েছে শ্রীমঙ্গলের জনসাধারণের।

প্রচারণার পিকআপ শ্রীমঙ্গল উপজেলার পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে প্রচারণা শেষ করে কমলগঞ্জ উপজেলায় ফেরার পথে আকর্ষণীয় সোনালী ট্রফি নিয়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন।

পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা প্রাঙ্গণে ট্রফি প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন খোয়াবের শ্রীমঙ্গল শাখার সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খেলাধুলা মানুষকে অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্ট সফল, সুন্দর ও সুশৃংখলভাবে সম্পূর্ণ করতে নিরলস কাজ করছেন জেলা ক্রীড়া সংস্থা।

তিনি আরো বলেন,  আগামী ১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এবারের টুর্নামেন্টে জেলার প্রত্যেকটি উপজেলা থেকে একটি করে টিম অংশগ্রহণ করবে। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আমি আশা করছি আমাদের শ্রীমঙ্গলের টিম ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবে এবং আকর্ষণীয় ট্রফিটি  শ্রীমঙ্গলে নিয়ে আসতে সক্ষম হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মৌলভীবাজার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft