প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরির অভিযোগে পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ভূবনেরচালা থেকে এক কৃষকের গোয়াল ঘর থেকে গতকাল রবিবার মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী কৃষক।
কৃষক সোহেল ইমাম জানান,রবিবার রাত সাড়ে নয়টার দিকে গোয়াল ঘরে গরুগুলো বেঁধে রেখে শুতে যায়,সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নেই।
ভোর রাতের দিকে কোন এক সময় চোর গরুগুলি নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে দুটির ষাঁড় গরু,একটি গাভী ও তিনটি বকনা জাতের গরু ছিল।
বর্তমানে বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার উপরে। তিনি আরো জানান এই গরুগুলি আমার আয় রোজগারের একমাত্র অবলম্বন ছিল।
চুরির বিষয়ে কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এফএম নাসিম জানান, ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চোরদের সনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।