রেল কর্মচারীরা বড় ধরনের কোন অসুস্থ হলে অথবা হজ্ব বা ওমরাহ পালন, তীর্থস্থান দর্শনে যেতে বর্হিদেশ সৌদি আরব, বা ভারত বা বিদেশে ছুটি নিয়ে যেতে পারেন।
তাদের ছুটির জন্য রেলের সংশ্লিষ্ট দপ্তরে ছুটি মঞ্জুরের জন্য দরখাস্ত করতে হয়। যা পূর্ব থেকে রেলে প্রচলিত রয়েছে। সেই নিয়মে সুচিকিৎসা বা হজ্ব বা ওমরা পালন ও তীর্থ ভ্রমনে কয়েকজন দরখাস্ত করেছেন ।
এবার সে দরখাস্ত মঞ্জুর না হওয়াতে তাদের মধ্যে নেমে এসেছে ক্ষোভ ও হতাশা। এক আবেদন প্রার্থি বলেন, আমি ওমরাহের উদ্ধেশ্যে টিকেটও কনফার্ম করেছি।
কারন এমন ছুটি আমরা পাই। এবার হলো ভিন্ন চিত্র। আমাদের ছুটির আবেদন নাকি ফেরত এসেছে। তিনি বলেন, জানতে পারি অনেকগুলো দরখাস্ত ফেরত আসলেও বিশেষ কয়েকজনের ছুটি মঞ্জুর হয়।
এক সুত্রে জানা যায়, গত ৯নভেম্বর ২২ইং তারিখে বিদেশ ভ্রমন স্থগিত করে অর্থমন্ত্রনালয়ের এক পরিপত্র জারি হয়।
সে পরিপত্র সুত্রে জানা যায়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন সংস্থাসমুহ, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাস্ট্রায়ত্ত কোম্পানী সমুহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ ভ্রমন পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া নিজস্ব অর্থায়নেও সকল প্রকার বিদেশ ভ্রমন বন্ধ থাকবে। তবে নিম্নে বর্ণিত উদ্দেশ্যে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অণুমোদন ক্রমে বিদেশ ভ্রমন করা যাবে।
বৈদেশিক সরকার বা প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগী বর বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশীপ ফেলোশীপ এর আওতাধীন মাষ্ট্রার্স ও পিএইচডি কোর্সে অধ্যায়ন এবং বৈদিশিক সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীর আমন্ত্রনে ও সম্পূর্ন অর্থায়নে আয়োজিত বিশেষায়িত, পেশাগত প্রশিক্ষণ, সেমিনারে অংশগ্রহন করতে পারবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, অথচ খুলনা পাকসীর মোঃ আল মামুন ব্যাক্তিগত খরচে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমনের জন্য ১৫ দিনের ছুটি মঞ্জুর হয়, সেই সাথে ঢাকা কমলাপুরের ডিএফও অডিটর ফরিদা ইয়াসমিন নিজ খরচে স্বামীকে সাথে নিয়ে ইউএসএ গার্ডিয়ান সিরিমনিতে অংশগ্রহনের লক্ষ্যে ০২ মাস ১৫দিনের ছুটি মঞ্জুর হয়।
এ নিয়ে যাদের ছুটি মঞ্জুর হয়নি তাদের মনে প্রশ্ন দানা বেধেছে। একই পরিপত্রের আদেশে কারো ছুটি মঞ্জুর হয়না আবার কারো ছুটি মঞ্জুর হয়।
জানা যায়, দরখাস্তকারীদের অনেকেরই ছুটি মঞ্জুর হয়নি। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। ব্যাক্তিগত খরচে ওমরাহ পালনে চট্টগ্রাম লোকো ডিএমইর অধিন লাকসাম লোকোশেডের বুকিং সহকারী ক্লার্ক শহীদুল্লাহ ভুইয়া, ঢাকা রেলভবনের চীফ কমান্ডেন্ট এর অধীন এ এস আই মোঃ সুমন ২০ দিনের পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য, সি আর বি সিএমই এর অধীন উৎপল দাশ ভারতে চিকিৎসার জন্য ৩০ দিনের ছুটি, নারায়নগঞ্জ ঢাকা ডিটিওর অধীন মোহাম্মদ আলমগীর হোসেন, ভারত চিকিৎসার জন্য রোকসানা মাহবুবা, বিউটি দাস, ফাতেমা আজীজসহ আরো অনেকে দরখাস্ত করেছেন সেই দরখাস্তের অনুকুলে ছুটি মঞ্জুর হয়নি।
এতে তারা বিপাকে পড়েন বলে জানান। যারা দরখাস্ত করেছেন তাদের অনেকেরই প্লেনের টিকেট কেটেছেন এবং অনেকে ভিসাও লাগিয়েছেন বলে জানান।
তাদের ভ্রমন ছুটি মঞ্জুর না হওয়াতে তাদের মাঝে অসন্তোষ ও চাপাক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে চিফ পারসোনেল অফিসার হাবিবুর রহমানের কাছে জানতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি কোন সাড়া দেননি।
রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যক্তিগত খরচে সুচিকিৎসা হজ্ব ও ওমরা পালনে অনেকেই ছুটির আবেদন করেছে।
তবে তাদের আবেদন ফেরত এসেছে। বিভিন্ন কারনে বিদেশ ভ্রমন আপাতত বন্ধ রয়েছে। তবে তাদের আবেদন পরে মঞ্জুরও হতে পারে।
কয়েকজনের ছুটি মঞ্জুর হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন, সেটা হয়তো কারো জরুরী অবস্থার উপর ছুটি মঞ্জুর হয়েছে।